কী প্রেমে গড়েছো জগত,
ওহে মহাপ্রেমিক!
সেই প্রেমেরই গানে মূখর
সদাই চতুর্দিক -
আকাশ বাতাস নদীজলে
সেই গানেরই সুর যে চলে
সেই গানেরই সুরে পাখি
অনন্তকাল পথিক।
নানান রঙের ফুলগুলি সব
প্রেম লুকিয়ে বুকে
বিলাইতে তা ডাকছে কাছে
ভ্রমরগুলি সুখে।
ফুলের মতই প্রেমের মধু
লুকিয়ে বুকে হাসে বধূ
তাই তো হলো জগত জয়ে
পুরুষরা নির্ভীক।
ওহে প্রেমিক! প্রেম যদি
না রইত তোমার ভবে
প্রাণের ধারা কেমন করে
বইত তাতে তবে?
প্রেমে গড়ে, প্রেমে রেখে
যখন কাছে নেবে ডেকে
শাস্তি দিতে হবে কি গো
প্রেমহীন বেরসিক!