ওরে মন, দেখবি তারে কেমন করে নয়ন রেখে খুলে
হাজার দেখার মাঝে যে তুই যাবি তারেই ভুলে।
নয়ন দুটো বন্ধ করে
দৃষ্টি দে তোর মনের ঘরে
দেখবি সেথায় দাঁড়িয়ে সেজন ডাকছে যে হাত তুলে।
অশরীরি যেজন তারে দেহের চোখে যায় না দেখা
ভেতর বাহির এক করে দে, ঢুকবে তবেই আলোর রেখা।
শেষ হলে তোর দেখার বেলা
বুঝবি যে তার আলোর খেলা
ভ্রমর যেমন মধু বোঝে - রঙটা যাই হোক ফুলে।
বাতাস সদাই ঠিক বয়ে যায়
পরশ ছাড়া দেখতে কে পায়
তার পরশে তেমনি যা তুই গাছের মতো দুলে।