একটা নিশ্বাস কয়েক সেকেন্ডের,
তাই যদি ভাগ করে নিঃস্বার্থে করো উত্সর্গ
বাধ্য আমি ফিরিয়ে দিতে জীবন
আমার বুকের কবর-গহবরে আবদ্ধ তেরোটি দেহে।
চিয়াং রাইয়ের গুহা রেখেছে তার প্রতিশ্রুতি
সামান গুনানকে দেওয়া।
অযথায় বিশ্ব ঘাটুক,
বিজ্ঞান, প্রযুক্তি, সম্ভব, অসম্ভবের তত্ত্ব।
আমরা মানুষ,
নিরংকুশ বিশ্বাসে স্যালুট জানায়
সামান গুনানের উত্সর্গীকৃত নিশ্বাসকে,
আর উচ্চারণ করি সমস্বরেঃ
পৃথিবীর সকল অসম্ভব পদানত
মানুষের উত্সর্গের কাছে!
হে প্রভু!
আমার শেষ নিশ্বাসটা উত্সর্গ করে রাখলাম।
সামান গুনানের মতো হয়তো শক্তিশালী নয়
তোমার কাছ থেকে তেরোটি জীবনের
পুনর্জন্ম আদায় করে নিতে।
তবুও যেদিন তুমি গ্রহন করবে এই ক্ষুদ্র উত্সর্গ,
পৃথিবীর কিছু মানুষের মুখে
ছড়িয়ে দিও আনন্দের হাস্যোজ্জল আভা।