যেখানেই যাই বৃষ্টির ফোঁটা দেখতে একই রকম
বৃক্ষ-ফুলের পুষ্টি যোগাতে মাটিকে করে তা নরম।
যেখানেই যাই রঙধনুতে সেই একই সাত রঙ
কোথাও কি তার খোঁজ মিলেছে বৃষ্টির আগে বরং?
যেখানেই যাই মায়ের বুকে সন্তানের যে আদর
নতুন অথবা ছিন্ন বস্ত্রে ভালোবাসার একই চাদর।
সাদা-কালো বা ধনী-দরিদ্র - দুই সে হিয়ার মিল
কার বা সাধ্য ব্যখ্যা করে কেন এতো অনাবিল?
যেখানেই যাই দেখতে যে পাই ভাঁজপড়া কিছু মুখ
ভয়হীন যাদের দৃপ্ত চলায় পৃথিবীতে আসে সুখ।
যেখানেই যাই ঝোঁপে-জঙ্গলে পাখিদের সুখ-গান
একইভাবে দেয় মনে আনন্দ - বজ্রে কাঁপায় প্রাণ।
যেখানেই যাই রঙ বেরঙের প্রজাপতি মেলে ডানা
একই ভঙ্গিতে ময়ূর নাচে বিছিয়ে পেখমখানা।
একই পরশে মৃদু সমীরণ ছুঁয়ে ছুঁয়ে যায় চুল
একই সূর্যের একই উত্তাপে হাসে বনে একই ফুল।
অটল, অনড় পাহাড়গুলো দাঁড়ানো যে একঠাই
সাগরের জল তীরে এসে এসে একইভাবে আছড়ায়।
একইভাবে গরু, ছাগল, বিড়াল, বাঘ ও সিংহছানা
মায়ের বুকে একই ভালোবাসা - কার কাছে হলো জানা?
কোন্ সে জনা এমনি করে জীবনের ঐক্যতান
একই সুরে বেঁধে দেশে দেশে আর যুগে যুগে গায় গান?
মন চায় শুধু আমি হই এক শিল্পী অথবা কবি
রঙ ও ছন্দে হৃদয়ে তাঁরই আঁকি বিমূর্ত ছবি।