নিদ্রাহীন নিশিতে মৃত্যুকে বারবার কাছে ডেকে
প্রাতে বড় উদ্দেশ্যহীন উঠে পড়া শয্যা থেকে।
নিজের প্রশ্নে নিজেকেই করে যাওয়া ক্ষত-বিক্ষত -
পৃথিবীতে দুর্ভাগা আছে কি কেউ আমার মত?
একাকিত্বের হাতে সমর্পিত হয়ে হতে চাওয়া মুক্ত
নিজের ভেতরে চিতকার শোনা - কেন হবো যুক্ত?
ভুলে যায় মূল্যটা কী? কিসেই বা বেঁচে থাকার টান
মনে হয় ঝড় হয়ে সব কিছু ভেঙে চুরে করি খান খান।
এরই নাম জীবন - সময়ে যার যাপন বড়ই কঠিন
আঘাত প্রতিঘাতে ক্ষতের দাগ পড়ে তাতে প্রতিদিন।
তবু বাতাসের মসৃনতায় বয়ে যাবার নাম বেঁচে থাকা -
বাধা পেয়েও লক্ষ্যে পৌঁছানোর আবেগটা ধরে রাখা।
ভাঙা বুকেও আবেগটা আকড়ে ধরে, লক্ষ্যটা চোখে
মৃত্যুকে পাশ ঠেলে হেঁটে যাওয়া আনন্দ-লোকে।