উচ্চাকাঙ্খী ভাইবোন ভিন্ন পথ ধরে
নিজ লক্ষ্য অর্জনেই শুধু কাজ করে -  
জানে কভু কেউ তার কিবা সুখ আছে
একসাথে শীতে বসে আগুনের কাছে?

কেউ ধনী, কেউ ঋণী, কেউ হয় জ্ঞানী -  
যদি ভেঙে পরিবারের বন্ধনখানি
নিজের সুখের তরে চলে নিজপথে
নিরঙ্কুশ সুখ পেতে অন্য কোথা হতে
শেষে শুধু তিক্ততা জোটে তার সঞ্চয়ে
চিরচাওয়া সুখ যায় অচেনা রয়ে।

কেউ ভাবে সব সুখ আছে দূরে দূরে
তারে পেতে আসা চায় পৃথিবীটা ঘুরে।
অবশেষে অসুখীই আসে ঘরে ফিরে
বোধ হয় সুখ ছিল সেখানেই ঘিরে।

সুখ আছে ছোট কথা, ছোট ছোট কাজে
কারো ব্যথা অন্য কারো বুকে যদি বাজে।
সুখ আছে দিনশেষে কাজ অবসানে
পরিবার একসাথে বসা, কথা, গানে।

অখণ্ড পরিবার সর্বসুখ-বিজয়ী
মাতা, বধূ, বোন সেথা করুণাময়ী।
জগতের সবচেয়ে শ্রেষ্ঠ সম্মেলন
দিনশেষে পরিবার একত্রে যখন।

ছোট ছোট কথা মাঝে সুখ, দুঃখ ভাগ
সামান্য খাদ্যের ভাগে স্বর্গ-অনুরাগ।
একটু আখের গুড়, একখানা রুটি
ভাগ করে খেয়ে সুখী ভাইবোন দু'টি।

জীর্ণ ছাদের ছায়া সে জীবনের স্বর্গ
হাসি গানেই হয় সেথা স্রষ্টার অর্ঘ।
প্রশান্তির বায়ু সেথা মুছে দেয় ক্লান্তি
আত্মার তৃপ্তিতে আসে, অনাবিল শান্তি।
  
একসাথে বাস করে যেই পরিবার
কারা সুখী আছে বলো সমতুল্য তার?

** ভুলবশতঃ 'যে স্মৃতি কথা বলে' ও 'বেলা শেষের রঙ' দুইটি কাব্যগ্রন্থেই অন্তর্ভুক্ত হয়েছে।