যখন সবার দূরে থাকার এলো কঠিন সময়
তখন তুমি কাছে এসে দাও ছুঁয়ে মোর হৃদয়।
একাকী এই নিসঙ্গতায়
নিবিড় করে তোমারে চাই
একটু নিবিড় ছোঁয়া দিতে হও গো তুমি সদয়।
সবাই মিলে তোমায় ভুলে মত্ত ছিলাম নিজে
রাগ আর অভিমানে গো তাই ঘটালে এ কী যে।
নিচ্ছ কারেও কাছে ডেকে
অন্যকে নিসঙ্গ রেখে
এমন কঠিন শাস্তি দেয়া তোমার তো কাজ নয়।
মানুষ সঙ্গ ছাড়া মানুষ রয় না কভু সুখী
মিলন মেলায় যেতে যে তাই মানুষ আজ উন্মুখী।
এখন রেখে নিঠুর খেলা
বসাও মানব-মিলন মেলা
হে দয়াময় দেখাও তোমার আসল পরিচয়।
এসো তুমি সবার মাঝে এসো
সবার হাসির সাথে তুমি হেসো
মানবতার জয়েই প্রভু তোমার আসল জয়।