শান্তি ছড়াও সকল ধর্মের মানবতার তরে
খাদ্য ছড়াও তাদের মাঝে, ক্ষুধায় যারা মরে।
হাসি ছড়াও তাদের মাঝে, ব্যথায় যারা কাঁদে
আশা ছড়াও তাদের মাঝে, যারা অবসাদে।
হৃদয় ছড়াও তাদের মাঝে, যারা প্রতিবেশী
শ্রদ্ধা ছড়াও গুণীজনে, হোক তাঁরা যে দেশী।
জ্ঞান অর্জনে শিক্ষা ছড়াও সকল নিরক্ষরে
ছড়াও প্রেমের ফল্গুধারা, ঘৃণা যে অন্তরে।
মুর্খজনের হৃদয় মাঝে ছড়াও সহিষ্ণুতা
স্রষ্টা নেমে নেবে তোমার হৃদয়ের উষ্ণতা।