বলবি কথা, মারবো তোকে - এই যে তোমার বুলি
এই কথাতেই ধরার বুকে সব সমস্যাগুলি।
ভাবো, তুমিই মারবে শুধু, অন্যে রবে চুপ
অন্যে তোমার গড়বে প্রাসাদ, খুঁড়বে তুমি কূপ
যখন যারে ইচ্ছা হবে ফেলবে কূপে তুমি
সেই ভয়েতে সবাই তোমার চরণ যাবে চুমি'!
গৰ্বে তুমি বুক ফুলাবে দর্পেতে উদ্ধত
সবাই তোমার পদতলে করবে মাথা নত।
কারো হাতে ঢিলটা দেখেই মারবে তুমি বোমা
হাত গুটিয়ে মরবে সবাই, কেমন চাওয়া, ও মা!
ওদের কাছে তোমার বোমার নাই যদি রয় মিল
মরবে জেনে মরার আগে ছুড়বে ঠিকই ঢিল।
আজকে নাহয় আকাশ ফাটা শব্দ তোমার গলে
কালকে ঠিকই সবার মতোই যাবে রসাতলে।
তাই তো বলি, সত্যিই যদি শান্তি পেতে চাও
সবার সাথে এক সারিতে সমতলে দাঁড়াও।
শান্তি কারেও দেবেনাকো চাইবে তুমি শান্তি
শক্তি দিয়ে শান্তি চাওয়াই তোমার আসল ভ্রান্তি।
শক্তি, দর্প, হামবড়া ভাব না হয় যদি দূর
কাল সুনামি, ভূমিকম্প করবে তোমায় চুর।