একটা পাখি বসে আছে গাছের কিনারায়
গাছের পাতায় আলোর খেলা, বাতাস বয়ে যায়।
তবু সেই মা পাখির বুকে কোন্ বেদনা কাঁদে
সাথী কী তার দূরে কোথাও পড়ল ধরা ফাঁদে?
গাছের ডালে নিঝুম বসে ভাবছে একা, মা
একটি বুকের ভালোবাসায় বাঁচবে কী তার ছা?
হঠাৎ বাতাস তীব্র হয়ে রূপ নিল এক ঝড়ে
একটি ছানা সেই আঘাতে মাটির বুকে পড়ে।
চিঁ চিঁ রবে কাঁদতে থাকে মাটির বুকে বসে
মায়ের বুকে সেই বেদনায় যেন পাহাড় ধ্বসে।
নীড়ের ভেতর ছানাগুলিও কাঁদছে অতি ভয়ে
নিঠুর বাতাস কখন বুঝি তাদের যাবেও ল'য়ে।
একাকী মা খুব অসহায় দেখবে এখন কাকে
সবার মরণ ভেবে তখন ডাকছে বিধাতাকে।
হঠাৎ দেখে কোথা হতে সাথীটি তার এসে
মাটি থেকে ছানাটিকে তুলল ভালোবেসে।
গাছের শাখে নীড়ের ভেতর সেই ছানাটা রাখে
সবাই তবু প্রাণের ভয়ে ভীষণ কাঁপতে থাকে।
মা পাখি যেই নীড়ের উপর বিছিয়ে দিল ডানা
মায়ের বুকের স্বর্গ পেয়ে, খুশীতে আটখানা।
বাবা পাখি আলতো করে ছু'লো মায়ের ঠোটে
হঠাৎ সবার মুখে যেন খুশীর তড়িৎ ফোটে।
এই জগতের নরক চষে, বাবায় আনে যা
তাই দিয়ে দেয় স্বর্গ গড়ে সন্তানেরে মা।
সেই স্বর্গের বাসিন্দাদের একটি হলে হারা
অন্য সবার নয়ন ভরে বহে দুখের ধারা।