সকল ধনের ধনী, তুমি খুশী
আমায় অভাব দিয়ে
হাসিমুখে করেছি তাই তাকে
সাত জনমের বিয়ে।
জীবন গেলেও তাই
ও ছাড়বে না আমায়
ওর সাথে তাই ঘর করি রোজ
প্রেম রসে রসিয়ে।
যদি আমার সকল অভাব
এক নিমেষে দাও মিটিয়ে
তখন আমি সারা সময়
ভাবব কি আর তোমায় নিয়ে!
তাই তুমি রেখেছো অভাব
যেন রাখি নরম স্বভাব।
রাখো আমায় এই অভাবীই রাখো
অভাব দিতে নামটি তবু ডাকো।
সেই ডাকে যাক সাড়া দিয়ে
আমার নরম হিয়ে।