সকালের সূর্য দেয় নরম রোদ
ইচ্ছা জাগে ছুঁয়ে তারে স্বাগত জানাই।
নিঃশেষিত তাপে দিনান্তের দিনমনি!
বুকের আলিঙ্গনে দিতে চাই তোমাকে বিদায়।
দ্বিপ্রহরের তপ্ত রোদ জানায়,
ওঁকে ছোঁয়া তোমার কী মানায়?
হে সুন্দর!
তুমি সহনীয় দূর থেকে উত্তাপ দিও আমায়
যদি ভাব পুড়ে যাব তোমার নামায়।
এ আমার নয় চাওয়া তবু কোনদিন
তুমি হও দুপুরের তীব্র তাপহীন!
শুধু চাই সকালে দিয়েছিলে যে নম্র রোদ
সন্ধ্যায় আর একবার যেন, পাই সেই বোধ।