সমুদ্রের তীরে
পাথরের উঁচু পাড়ে দাঁড়িয়ে
প্রশ্ন করেছি বহুবার -
এ শক্ত পাথরের জন্ম কী
তরল জলের অবিরত আঘাতে?
নাকি পাথরের আধারে হয়েছে
ভেসে যাওয়া জলের স্থিতিশীল অবস্থান?
উত্তর মেলেনি কোনদিন।
শুধু দেখেছি বিগলিত হৃদয়ে
পাথর হয়নি বিগলিত কোনদিন
সমুদ্রের নোনা জলের স্পর্শে।
তবু সে জল বারবার ছুটে এসে
নিজেকে খন্ডিত করে তার পাদদেশে।
বুঝিনি কোনদিন,
এ কী জলের বিক্ষোভ না আত্মসমর্পণ?
শুধু দেখেছি তাদের অনন্তকালের সহাবস্থান।