নদী বলে সমুদ্রে,
জানি তুমি ভুলেছো এ ক্ষুদ্রে।
যতটুকু জল ছিল তোমারে তা দিয়ে
নামহীন হয়ে আমি গিয়েছি হারিয়ে।
সব দিয়েও আমার যা সামান্যই আছে
কোনদিন স্বীকৃতি পাইনি তোমার কাছে,
তোমারই নাম লেখা প্রতিকণা জলে।
এটাকেই বুঝি এ জগত বলে -
জগতের সবাইকে করে নেয়া আপন,
ভুলে গিয়ে ক্ষুদ্রকে রুদ্রের জীবন যাপন!