বিয়ের পর থেকে স্ত্রীর চাওয়া
ধুম পান ছেড়ে দাও - হয়নি তা পাওয়া।
স্বামীর যুক্তি - ধুমপানে বহু উপকার
দুশ্চিন্তা দূর হয়, মগজ হয় পরিস্কার।

স্ত্রী ভাবে করবোই আমার যা সাধ্য
রাঁধে ভাত, মাংস, নানা ভালো খাদ্য।
টেবিলের উপর সব করে পরিবেশন
দেখে সেসব অতি খুশী হয় স্বামীর মন।

খাওয়ার আগে সহসা স্ত্রী তার বলে,
মাংসটা পঁচা ছিল, তবু খাওয়া চলে।
কী আর হবে? না হয় হবো অসুস্থ সবাই
খুকুর জন্মদিনে তবু মাংস তো চাই!

শুনে তা স্বামীর মাথায় ওঠে আগুন
মনে হয় স্ত্রীকে করে ফেলে খুন।
জোরে দেয় চিতকার - তোমার কী কাণ্ড?
মাংস তো নয় এ, বিষে ভরা ভাণ্ড।

চাও তুমি খুকুরও হোক প্রাণ নাশ
কেমন মা তুমি, নাকি পরিহাস?
স্ত্রী বলে, তোমাকেও বলি বার বার
ধুমপান প্রাণঘাতী, করো না তা আর।

ধুমপানে হতে পারে তোমার ক্যান্সার
এমনকি খুকুর, অথবা আমার
আমাদের কষ্ট হয় নিতে নিশ্বাস
আমার সে কথা কভু করোনি বিশ্বাস।

অথচ আমার কথাতে নেই সংশয়
ভাবলে পচা মাংস রেঁধেছি নিশ্চয়।
তোমার কী হয় না একটুও মনে
তুমিই পরিহাস করো দুজনের সনে।

ডাক্তার, বিজ্ঞানী এমনকি প্রস্তুতকারী
ক্ষতিকর লিখলেও ভাবো উপকারী।
মানলাম, ধুমপানে আছে উপকার
তাই তা তিনজনের সমান দরকার।

সিগারেট কিনে দাও তিনজনের হাতে
ভালো কাজ পরিবারে করি একসাথে।
অপমানে দুঃখে স্বামীর হয় মতি
ত্যাগ করে যাতে হয় সকলের ক্ষতি।

যদিও এখন ভালো, মনে সংশয়;
বহু টাকা করেছে তো মিছে অপচয়
ছেড়েছে তা, তবু তার মনে সদা ভয়
যা করেছে তাতেই যদি ক্যান্সার হয়!