ওহে খোদা! কবুল করো আমার সিয়াম-সাধন
নাহয় যেন তৃষ্ণা-ক্ষুধার কষ্টে বৃথায় কাঁদন।
তোমার হুকুম মেনে খোদা ত্যাগ করেছি হারাম
অবৈধ আয়, খাবার-পানি আর এ দেহের আরাম।
তারপরও তো মানুষ আমি
করছি যে পাপ দিবস-যামী
সকল ত্রুটি ক্ষমা করো, করো গো পাপ মোচন।
ইফতারি আর সেহেরীতে বিলাস-বহুল ভোগে
যায় যে ভুলে কত গরীব মরছে ক্ষুধা-রোগে।
তোমার হাতে পাওয়ার আশায়
তাদেরকে দিই ভালোবাসায় -
এ রমজানে হৃদয় মাঝে জাগাও এমন বোধন।
মনের যত দ্বিধা-দ্বন্দ করো হে খোদা দূর
শয়তানকে তাড়িয়ে করো ঈমানে ভরপুর।
নামাজ, যাকাত, দানের মাঝে
লোক দেখানোর লোভ না বাজে
চোখের জলের ধারায় যেন হৃদয় করে রোদন।