বিন্দু বিন্দু বৃষ্টি জল জমেছিল পাত্রে -
অপেয় জলের পাত্র কাত করে ঢেলে
যত জল ছিল তাতে দিয়েছিলে ফেলে;
কিছু বিন্দু লেগেছিল তবু তার গাত্রে।
ক্ষণিক সময় পরে পুনঃ তার তলে
চুয়ে চুয়ে জলবিন্দু আবার জমেছে
কিছু তার বাস্প হয়ে যদিও কমেছে
তলদেশ আজো তার সিক্ত আছে জলে।
কাত হয়ে পড়ে একা আজ শুধু ভাবি
কতকাল তপ্ত রোদে ধীরে ধীরে পুড়ে
বুকের তলে যেটুকু জল আছে জমে
পরিপূর্ণ ভুলে গিয়ে সিক্ত থাকা দাবী
সেটুকুও বাস্প হয়ে কবে গেলে উড়ে
সম্পূর্ণ শুকনো হবে এই বুক ক্রমে।