শুকনো গাছের শুকনো ডালে ছন্দে পাতা ঝুলাও
শুকনো নদীর তলদেশে কল্পনা-জল ঘুলাও।
শুকনো মাঠে খা খা করা মাটির বুকে ফাটল
শব্দচাষী! চাইলে সেথায় ফলাও সবুজ ফসল।
শুকনো পাহাড় থেকে নামাও ঝর্ণা বাঁধন-হারা
শুকনো বুকে চাইলে বহাও প্রেমের ফল্গু-ধারা।
শুকনো কথার অনুপ্রাসে চাইলে ভিজাও চিড়া
শুকনো মনের শুকনো কাব্যে দিওনা আর পীড়া।
সরেস দেহেও মৃত বিবেক শুকিয়ে ফেলে মন
কাব্য তখন শ্মশান-চিতায় মিথ্যা কথার রণ।
জ্যান্ত বিবেক হৃদে যখন সত্যে উদ্ভাসিত
কাব্য তখন হৃদয় ছোঁয়া সত্য-রসে স্থিত।