গাছটা ভাবে, উর্ধে উড়ে আকাশ দিত ছুঁয়ে
পারে না তা, মাটির নীচের শেকড়গুলো থুয়ে।
ক্ষোভটা মনে তাই নিশিদিন
মেঘ উড়ে যায় কেমন স্বাধীন
ব্যর্থ আমার বন্দী জীবন মাটির বুকে শুয়ে!
মেঘ বলে, গাছ! তুমি চোষক
ভাবতে পারো আমায় শোষক
তবু তোমার রসটা যোগায় মাটির বুকে নুয়ে।
শুধুই যদি যেতাম উড়ে
জগৎ যেতো খরায় পুড়ে
শোষক নামের ঘৃণায় আমার জীবন যেত খু'য়ে।