ধাতব পাত্রটা সামনে রেখে
অন্ধ চায় ভিক্ষা ফুটপাথে বসে।
কষ্ট করে বের করি পকেট থেকে মানিব্যাগ
বিদ্রোহ করে কাগজের নোটগুলি
এতদিন একসাথে বসবাস -
বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।
পকেটে ধাতব মুদ্রাগুলি করে মিছিলের লাফালাফি!
কয়েকটা জাপটে ধরে হাতে,
ছেড়ে দিই হাতটা বেশ ঊর্ধ্বে তুলে।
ধাতব পাত্রের গায়ে ঘর্ষণে
শব্দ তোলে শ্রুতিমধুর - দ্যা….খ...খ..খ.খ।
আহঃ, কী প্রিয় শব্দটা!