আমি তোমার কথা বলতে এসে
আমার কথাই বলি
তোমার পথে চলতে এসে
আমার পথেই চলি।
তোমার পথের কাঁটা দেখে
সুখের পথে গেছি বেঁকে
আরও সুখের মোহে এখন
পথের ফুলও দলি।
এবার তবে স্বেচ্ছাচারীর
এমন চলা থামাও
আমার এ পথ বন্ধ করে
তোমার পথে নামাও।
পথের কাঁটা সরিয়ে এবার
শেখাও গো ফুল ছড়িয়ে দেবার
যতই ঘিরে আসুক আঁধার
কারণ যেন না হয় বাধার
দহন জ্বালা সয়েও যেন
তোমার আলোয় জ্বলি।