আসা যাওয়ার খেলার মাঝে আর হবে না আসা
কান্না হাসির হাটের মাঝে সেই হবে শেষ হাসা।
সেদিন, সেই বিদায়ের ক্ষণে; আমার জলভরা নয়নে
মনে হবে, শেষ হলো না দেয়া, বুকের ভালোবাসা।
দিনের শেষে সাঙ্গ হবে রঙের হাসি খেলা
জ্বলবে যে এক নতুন তারা সেদিন সাঁঝের বেলা।
সেই ক্ষণে যা দেখব নয়নে; হৃদয়ে তা থাকবে গোপনে
হয়তো মুখে বলে যাবার থাকবে না আর ভাষা।
পারাপারের খেয়া ঘাটে, সেই হবে শেষ খেয়া
নেয়ার শেষে রইবে বাকি, হয়নি যেটুক দেয়া।
হৃদয় ভরা অনেক ঋণে; যেন রেখে যায় সেদিনে
ভবের হাটে থাকবে যারা তাদের সুখের আশা।