দিয়ে দিয়ে একসময় নিঃশেষ হবেই;
যেমন হয় দিনান্তে সূর্যের আলো নিঃশেষ,
রজনী শেষে রাতজাগা পূর্ণিমার আলো হয় শেষ,
দিয়ে দিয়ে তেমনি একদিন নিঃশেষ হবেই।
কেউ আর র'বে না সে'দিন অপেক্ষায়
তুমি কিছু দেবে বলে সেই প্রত্যাশায়।
সবাই হেঁটে যাবে পথের ডাকে
অলক্ষ্যে যদি রও বসে সে পথের পাশে
থামবে না কেউ, তুমি কিছু দেবে বলে,
সবাই জানে, তোমার যা দেওয়ার সবই তার শেষ।
তুমি জানো, তোমার শেষ দেওয়া এখনো হয়নি যে শেষ।
একদিন তাদেরই মত
বাইরে যাবে বলে যখন ফেলেছ কদম
কেউ কী নিঃশব্দে আসেনি উঠে
থামায়নি একটু যাওয়ার আগে?
রাখেনি কী কাঁপা কাঁপা হাত মস্তকের উপর,
নিঃশব্দে ঠোঁটদুটো তার ওঠেনি কী নড়ে?
তারপর উষ্ণ এক ফুঁ কী যায়নি নেমে ধীরে ধীরে
মস্তক থেকে তোমার চোখ, মুখ ও বুকে?
দিয়ে দিয়ে নিঃশেষ আজ
কেউ থামে না কিছু পাবে বলে!
একটু থামাও,
তোমার ভালোবাসা ও আশীর্বাদের উষ্ণ ফুঁ-টা দাও।
বুকে ওটা জমা রেখে পারো কী নিতে বিদায়?
ওটাও নিঃশেষ করে দিয়ে যাও।