মনে পড়ে, আলোছায়ার সে এক সকাল বেলায়
মেতেছিনু আমরা দু’জন মনের ঝুলন খেলায়।
আনমনে এক ক্ষণে তুমি দিলে সে এক খেলনা
হয়তো তখন ভেবেছিলে নেহাতই তা ফেলনা।
শুকনো এ বুক যতবারই পেয়েছে তার পরশ
অজানা এক বৃষ্টিতে বুক হতো সবুজ-সরস।
হঠাৎ কালো মেঘের সাথে এলো যে’দিন ঝড়
কেমন করে উঠলো নড়ে যা ছিল অনড়।
যখন সেটা আঁকড়ে ধরে শূন্য বুকের মাঝে
অন্ধকারে একলা ঘরে বসেছিলাম সাঁঝে
আসলে তুমি দৃপ্ত পদে গরবিনীর বেশে
ফেলনা সে এক খেলনাখানি চাইলে ফেরত শেষে।
ফেরত দিলে কি হারাবো সে সব হিসাব ভুলে
নীরবে তা দিয়েছিলাম তোমার হাতে তুলে।
নিঃস্পলকে দেখেছিলাম তোমার চলে যাওয়া
তোমার কাছে যা ছিল মোর হয়নি সেদিন চাওয়া।
আর কোনদিন জানবো না গো, বুক কি তোমার পূর্ণ
যেমন সেদিন জানোনি গো, এ বুক কেমন চূর্ণ।