আমার গাঁয়ের বাড়ীর সামনে উঠুনের এক পাশে
বর্ষা এলে গাছটা আজও কদম ফুলে হাসে।
ভাবি যখন এই তো সে'দিন তিরিশ বছর আগে
লাগিয়েছিলাম নিজের হাতে, সেই স্মৃতিটা জাগে।
গাছটা যখন গাড়লো শেকড় ভরলো সবুজ পাতায়
হঠাৎ আমি চলে এলাম পৃথিবীর এই মাথায়।
আসার সময় বাবা মায়ের কেঁদেছিল প্রাণ
বলেছিল যেথায় থাকিস রাখিস নাড়ীর টান।
নাড়ীর টানটা রইলো দেশে শেকড় হলো ভাগ
গাছের মতই জীবনে আজ এলো অস্তরাগ।
অস্তরাগে চেয়ে দেখি আমার গাছের ফলে
শেকড় গেড়ে এ কোন দেশের আলো, মাটি জলে?
ওরা বলে, "এদেশ মোদের প্রানের জন্মভূমি
বাংলাদেশটা তোমার প্রানের যেমন বলো তুমি।"
ভাবি ওদের কেমন করে করি স্বদেশ ছাড়া
বাংলা মায়ের তরে আমার যতই ঝরুক ধারা।
এখন ভাবি বাংলা আমার মা, বিশ্ব আমার দেশ
দুঃখ কিসের হোকনা যেথায় জীবন আমার শেষ।
শুধু জানি বাংলাদেশে আছে বোন ও ভাই
যেথায় থাকি, যেমন থাকি, ওদের সুখও চাই।
মায়ের ছেলে যেথায় থাকুক, মা কভূ পর হয়?
জীবন শেকড় যেথায় গাড়ুক, মায়ের পায়েই রয়।
পার্থ, অস্ট্রেলিয়া
২৭ এপ্রিল, ২০১৬