যে ছেলেটি জন্ম নিলো আজ, গাজার শরনার্থী ক্যাম্পে
সেও জানে, কেড়ে নিলে যতটুকু আলো ছিল ল্যাম্পে।
বুকে তার ফিনকি ওঠা রক্তে খোঁজো পৃথিবীর শান্তি
নির্বোধ দানবের অট্টহাসি - সেও জানে, তা নিতান্তই ভ্রান্তি।
ভন্ড, মগজহীন তাপসেরা সত্যের প্রতিনিধি-রাজা
সুরার মাদকতায় নর্তকীর স্তনে টানে প্রশান্তির গাঁজা।
স্বজাতির প্রাণঘাতে সিংহের হুংকার দেখায় যে শক্তি
সত্যের বাণী নিস্প্রাণ ঠোঁটে - হৃদয়ে দানবের পদলেহী ভক্তি।
নিজের রাজধানীতে আত্মঘাতী ধ্বংসের যন্ত্রনা বোঝো
বিশ্ব-বিধ্বংসী ক্ষমতার বোমায় তার সমাধান খোঁজো।
ললিপপ রাজধানী - দিতেই পারো তোমার পছন্দের খোকাকে
তুমিই শান্তি দেখো তাতে, বোঝাতে পারো না কোন বোকাকে।
ইতিহাসে যাই লেখো - সুবিচার লেখা আছে বিধির বিধানে
খন্ডাতে পারে বলো সেটা, পৃথিবীর কোন শক্তিমানে?
অনন্ত সময়ের পথে নীরব দর্শক সে, শেষটা তার জানা
তুমি শুধু কিনে যাও তোমার কর্মে নরকের ঠিকানা।
পৃথিবীতে অর্ধেকের বেশী হৃদয়ের স্বপ্ন ভেঙে তোমার এই জয়
নরকের অগ্নিপাতে পুড়ে যাবে - দেখাবো না এরকম ভয়।
সময় দেখে যাবে তোমার সুখের স্বর্গে আগুন লাগে কি না
তোমার নামের সাথে পৃথিবীতে বেঁচে রবেই মানুষের ঘৃণা।