আলোয় ভরা ভুবন মাঝে যখন রবে একা
মনের গহীন অন্ধকারে ভূতের পাবে দেখা।
মনের আলো জ্বেলে সে ভূত করতে পারলে জয়
তোমার জীবন তোমার জগত রবে আলোকময়।
জগত মাঝে যখন যেথায় থাকবে সবান্ধবে
তাদের মাঝে মুখোশ পরে হয়তো ভূতও রবে।
ভূত যে পথে চলতে তোমায় দেখাবে প্রলোভন
সে পথ পরিহারে করো আলোর পথে ভ্রমণ।
এই জগতে সকলেই চায় প্রাচুর্যময় জীবন
চাওয়া তবু থামে নাকো মিটলে প্রয়োজন।
অধিক পাওয়ার নেশা যদি না হয় নিয়ন্ত্রণ
দুঃখ শেষে ধ্বংস করে সুখের চাওয়া জীবন।
ক্ষমতাহীন সকল অধীন চায় তো স্বাধীনতা
পেলেই ভোলে অপরেও যে চায় সে ক্ষমতা।
মনের পশু নিয়ন্ত্রণে বাঁচায় যাঁরা হুশ
ক্ষমতাধর তাঁরাই তো হয় পূজনীয় মানুষ।