সে আমার কেমন অতিথি!
নিজের মতেই যায় চলে সে
হলে তার তিথি।
আমি যতই করি আদর যতন
হয় না যে তার মনের মতন
একটু ক্ষণও থেকে সে আর
দেখায় না তার প্রীতি।
নানা স্বাদের খাদ্যে তারে
প্রতিদিনই তুষি
হাজার সুরের বাদ্যে তারে
রাখতে যে চাই খুশী।
তবু যে তার ভরে না মন
যাবো যাবো কয় সারাক্ষণ
তাই এ মনে সদাই আমার
তার যাওয়ারই ভীতি।