নিত্য অভিযোগের খাতায়
লিখলে শুধুই ব্যর্থতা
দৃষ্টি থেকে রাখলে দূরে
মানব জন্মের স্বার্থকতা।
জীবন চলে ঢেউয়ের তালে
যতই নামা ততই ওঠা
নামা দেখেই ভাবলে বৃথা
জীবন তরীর বাওয়া বৈঠা।
অন্ধকারের দোহাই দিয়ে
দেখলে নাকো সূর্য ওঠা
ঝরা পাতাই দেখলে শুধু
দেখলে নাকো কুসুম ফোটা।
তুমি কি দেখেছো সেটা দিয়েই
বুঝো যদি জগৎটাকে
হাজার রঙের জগৎটা যে
আজীবন না দেখায় থাকে।
সারা জীবন হাঁটলে যে পথ
ভুল হলো সেই পথের হিসাব
তবু তুমি ভাবলে নাকো
বদলানো চাই হাঁটার স্বভাব।
এক ফোঁটা জল পড়লো দেখে
ভাবলে তোমার চোখটা শেষ
চোখের জলে সাগর যাদের
দেখলে নাকো তাদের ক্লেশ।
এক ক্ষনিকের মোহ বুকে
ভাবলে সেটাই ভালোবাসা
ভাবলে না তা আপন জনের
কেমন হবে সর্বনাশা।