কিছু কিছু কথা আছে বাতাসের আগে যায়
কারো কারো কণ্ঠস্বর ধ্বনি প্রতিধ্বনি তোলে দিগন্তের সীমানায়।
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" -
কিছু কথা, একটি কণ্ঠস্বর, একটি নাম;
"জয় বাংলা, বাংলার জয়"
একটি মন্ত্রবাণী সমস্ত জাতিকে দেয় নির্ভয়;
একটি কণ্ঠস্বর, একটি ডাক
সমস্ত জনতা অকুতোভয় - পৃথিবী অবাক।
যতদিন বাঙলা রবে, যতদিন বাঙালী রবে
প্রতিটি বাঙালীর হৃদয়-দিগন্তে সেই মন্ত্রবাণী ধ্বনিত প্রতিধ্বনিত হবে।
আজ থেকে শতবর্ষ পূর্বে, এই চৈত্রদিনে
এক নবজাতকের কান্না এনেছিল শিহরণ এক মায়ের হৃদয়ের গহীনে।
আর এক পরাধীন, নির্যাতিত মাতৃভুমি হয়েছিল উচ্চকিত সেই কণ্ঠস্বরে
দেখেছিল তার মুক্তিনামা শিশুটির দৃপ্ত করে।
রাবনের ঘুম তবু ভাঙেনি অর্ধশত বছর
তারপর তাদের মৃত্যুর পরোয়ানা দিল তোমার কণ্ঠস্বরঃ
"জয় বাংলা, বাংলার জয়"
জাগো বাঙালী, আর নয় ভয়, নয় পরাজয়।
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"।
অনন্ত কাল ধরে বসন্ত জানাবে তোমাকে সালাম -
হে বঙ্গবন্ধু, হে বিপ্লবী!
হে স্বপ্নদ্রষ্টা, হে মহাকবি
হে জাতির পিতা, হে শহীদ
তোমার চোখ জুড়ে আজ শান্তির নিদ!
বাংলার আকাশে বাতাসে হোক ধ্বনিত প্রতিধ্বিনিত
তোমার সেই কণ্ঠস্বর অনন্তকাল, অবিরাম
আর ধ্বনিত প্রতিধ্বনিত হোক - সালাম, তোমাকে সালাম।
মুজিব শতবর্ষ