৪৯।
অপরূপ সুন্দরী সে, মহীয়সী এক নারী
আয়নায় মুখ দেখে, নিজেকে সাজায় ভারী।
হাতের রুমাল দিলাম তার দিকে বাড়িয়ে ,
হাসিটা তার প্রশ্ন করে, আমিও কি পিছে তারই?

৫০।
তোমার কোমরে যখনই বাহু রাখি
মনে হয় ভালোবাসায় ডুবে থাকি।
তোমার দৃপ্ত ঠোট শুধু বলে দেয়,
আমার সে চেষ্টায় কিছু থাকে ফাঁকি।

৫১।
ওগো চাঁদ! সুর্যও হবে তোমার দাস
নিজকর্মে যদি থাকো সৎ বারোমাস।
যে আলোয় জ্বলো তুমি, তাও হবে তোমার
সুর্যের দান যদি নাই করো নাশ।