৭।
যাইনি প্রভু যাইনি কোথাও, যেথায় তুমি নাওনি
চাইনি প্রভু চাইনি কিছুই, যাই বা তুমি দাওনি
শেষ বিচারে বলো যদি, নিতে আমার পাওনা
পাবো না যা, ভাববো তুমি দিতেই যে তা চাওনি।
৮।
আমি চাই বা না চাই, তোমার ইচ্ছায় হলো হেথায় আসা
আমি ঘোরের মাঝে বুঝতে নারি, তোমার ভালোবাসা
আমায় যদি করলে তোমার ভালোবাসার ইঁদুর
আমার পিছে ছাড়লে কেন ইঁদুর-খেকো বিড়াল-সর্বনাশা?
৯।
ভাবি, ঘরে আসবে তুমি, যখন দেখি অন্ধকার
আনমনা তাই খুলেও রাখি আমার ঘরের বন্ধদ্বার।
কখন চোখে নিদ্রা আসে, হঠাৎ শেষে জেগে বুঝি
একটু চেয়ে গেছো গেয়ে, ভাসছে সুরের ছন্দ যার।
-------
পালেমবাং, ইন্দোনেশিয়া
১৮/৯/২০১৮