৯৬।
এই জগতের সকল ফুলই সৌন্দর্য ছড়ায়
তোমার ঠোঁটই সবার চেয়ে তোমাকে যে পড়ায়।
তোমার দুটো ঠোঁটে ধরে রেখো আমার হৃদয়
অন্য কোন শরাব যেন তার থেকে না নড়ায়।

৯৭।
লজ্জানত প্রিয়া, এসো পরে অবগুণ্ঠন
শূন্য করে গেলাস, সব সুখ করো লুন্ঠন।
শৃংখলিত, বিধ্বস্ত করে আমায়
তোমার শরাবী-ঠোঁট দিয়ে এঁকো চুম্বন।

৯৮।
জন্ম আমার প্রথম দুঃখ লিখিয়ে দিল ধরার বুকে
ভালোবাসার ভালো-মন্দ শিখিয়ে দিল কাঁদতে দুখে।
সর্বক্ষণের সাথী এখন বুকের মাঝের ব্যথাগুলো
সুখ যেটুকু - প্রেমিক আমার বিকিয়ে দিল হাসিমুখে।