৯৩।
শরাব নেশায় ভুলতে পারো মনের ব্যথা ক্ষণিক সময়
মিটলে নেশা প্রিয়ার ঠোঁটে, শরাব-নেশা আর কী গো হয়?
ওগো সাকি! এসো তোমার শরাব নিয়ে ঠোঁটের কাপে
পান করে তা প্রাণ ফিরে পাক ব্যথায় কাতর আমার হৃদয়।

৯৪।
ও চন্দ্রগ্রহণ! ঢাকো যদি গোলাপের সৌন্দর্য
সৌরভহীন শুকিয়ে কুঁড়ি বাড়বে শুধুই বর্জ্য।  
গোলাপ কী আর পাল্লা দিতে পারে তোমার সাথে?
তারাও জানে রাতে চাঁদের আলোটাও যে কর্জ।

৯৫।
চোখের রঙিন নেশায় মারো ভোগের কাপে চুমুক
ভালোবাসার শবদেহটা অসাড় হয়েই ঘুমুক।
ভালোবাসার অনেক কথায় গেলে যখন বলে
পাথর তোমার হৃদয়টা হায় রয়েই গেল মূক।