৮৪।
সব ফেলে আজ এসো গো সজনী বসিব বৃক্ষতলে
ক্ষুধা ও তৃষ্ণা নিবারিব আজি টুকরো রুটি ও জলে।
তুলো ও কণ্ঠে কাব্য-ছন্দ, সঙ্গীতে সুর-লহরী
স্বর্গ রচনা করিব দুজনে তোমার বিছানো আঁচলে।
৮৫।
আলতা মাখানো রঙিন চরণে আসবে যখন হেঁটে
ঘাসের উপর ছড়ানো তারারা হাসিতে পড়বে ফেটে।
উল্লাসে তোমার হৃদয় ঝরাবে শরাবের বরিষণ
আকণ্ঠ পান করে যাব আমি, শূন্য গেলাসও চেটে।
৮৬।
আমার বুকেতে তোমার অলক বেঁধে বানিয়ে বীণা
আঘাত হেনো শুনতে আমার হৃদয় বাজে কিনা।
কিছুই যদি শুনতে না পাও, তবে জেনে যেও প্রিয়ে
তোমায় দিয়েই আমার হৃদয়, হয়েছি হৃদয়-হীনা।