১০।
আমি তো এক খাঁচার পাখি, খাচার ভেতর কাঁদি
ইচ্ছে করে তোমায় এনেও খাঁচার ভেতর বাঁধি
মুক্ত তুমি জগৎ মাঝে, ছড়াও প্রেমের বাণী
বুঝলে নাকো তোমায় কেমন বুকের কাছে সাধি।
১১।
নিষ্কন্টক ফুল বাগিচায় ফুটিয়েছিলে সখের ফুল
সেখান থেকে ফেললে ছুড়ে, যেথায় প্রতি পদে হুল
যতই শেখাও কেমন করে থাকবে সে অক্ষত
পাবে কী আর অক্ষত তা, প্রেমবিহনে চিরলে চুল?
১২।
তোমার আমার ভালোবাসায় দায়টা আমার একার
আমি কেমন ভালোবাসি কাজটা তোমার দেখার
আমার ভালোবাসা কী আর পাবে তোমার হৃদয়
তোমার হাতের কলম যদি প্রেমহীন দোষ লেখার?