৩৪।
ভোরবেলাতে পান্থশালা হাঁকলো ওরে নতুন পথিক!
দ্বার খুলেছি, আয় ভেতরে খুঁজে নিতে কোন্ পথ ঠিক।
সুরার গেলাস শূন্য করে পান করে নে যাবার আগে
নইলে সবই বৃথা যাবে, কাটালি যা হেথায় ক্ষণিক।
৩৫।
চলছে স্বপন - দূরে যখন গগন ছেড়ে আঁধার পালায়
যায় বলে সে, ওঠরে জেগে জীবনের এই মদ্যশালায়।
জীবন-মদের গেলাসখানা দুদিন পরেই শূন্য হবে
যেটুক পারিস ভোগের মদির তার আগে ঢাল বুকের জ্বালায়।
৩৬।
ভোরের মোরগ ডাকলো যখন, পানশালাটার দুয়ার ডাকে
সামনে চলা পথের পথিক, একটু দাঁড়া ভোগের বাঁকে।
যে পথিক যায় এ পথ দিয়ে, তার হেথা আর হয় না ফেরা
যেটুক পারিস পান করে যা, নইলে শেষে পড়বি ফাঁকে।