২৫৭।
সারাটি জীবন হারানো স্বজন খুঁজে খুঁজে দিবাযামী
নাপাওয়ার ব্যথা বুকে নিয়ে রোজ বেদনার পথগামী।
গোধুলী লগ্নে পথের শেষে নিঃশ্বাসে হাহাকার -
সকলেই আছে যে যার স্থানে - হারিয়ে গেছি আমি।

২৫৮।
ভাগ্য যারে পরিহাস করে বৃথা যায় তার চেষ্টা
বাঁচার জন্যে সামান্য চাওয়া - মেটে না ক্ষুধা ও তেষ্টা।
জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে দেয় যদি তা বিসর্জন
কাপুরুষ বলে উপহাস করে পাড়া-প্রতিবেশী, দেশটা।

২৫৯।
পানপাত্র পূর্ণ যার, পানে নেই তার রুচি
পানপাত্র শূন্য যার, উপবাসে হয় শুচি।
জীবন নিয়ে এমনি করেই পৃথিবীর উপহাস -
উপবাসে হয় থাকা নাথাকা জীবনের নিকুচি।

২৬০।
খাদ্য এবং পানীয়বিহীন কেউ বাঁচে না নিঃশ্বাসে
যদিও বাঁচে কপর্দকহীন আশা এবং বিশ্বাসে।
লোভ-সম্পদ একই ঘরে যদি হয় কভু বাসিন্দা
আত্মা সে ঘরে অকালে মেরে তাজা শয়তান ঠিক হাসে।