২৪০।
আজকাল প্রায়ই যুদ্ধ করে আলেম আর কবি
নিজেদের ভাবে কেউ নবীর ওয়ারিশ, কেউ অর্ধেক-নবী।
বিজ্ঞ বন্ধুদের পরামর্শে আমি খুঁজি চক্ষু বিশেষজ্ঞ -
রোগাক্রান্ত আমার চক্ষুদ্বয় দেখে শুধু শয়তানের ছবি।
২৪১।
বিশ্ব চোর বলে, রাজকবি গায় গলে - সাধু, সাধু
ছন্দে আনন্দে করজোড়ে বন্দে - শয়তানের দাদু।
কবির কবিতা,নেতার বক্তৃতা, ধর্মগুরুর অমিয় বাণী,
কুকুরের ডাক - আমি দেখি পেট আর পকেটের যাদু।