২৩৭।
সেনাপতির কর্ম যখন স্বৈরাচারীর পদসেবা
জনগণের কী যায় আসে ওমন পদে থাকল কেবা।
পদন্নতি পেতেই যদি মস্তকের হয় অবনতি
স্বৈরাচারীর পদ-ভয়েই উন্নত পদ থাকে বোবা।

২৩৮।
মাথা গোজার ঠাঁই নেই যার, নেইকো পেটে ভাত
অসুখ হলে চিকিত্সাহীন কেঁদে কাটায় রাত।
তাদের মনে শান্তি দিতে চাই আরও মসজিদ -
খুশীর খবর, এমন কাজে রাজ্য দিল হাত।

২৩৯।
ভাত কাপড়ের অভাব যখন নেইকো দেশে একেবারে
রোগীবিহীন হাসপাতালও আসেই না আর দরকারে
বিদ্যালয়ের ছাত্রছাত্রী রাজকর্মে গলায় মাথা -
মাথা ঠাণ্ডা করতে তাদের মসজিদ গড়ে সরকারে।