২৩১।
দেশে যেজন রাজা যখন, তারই জয়ের নিশান ওড়ে
তারই মূর্তি দাঁড়িয়ে ডাকে হাত উঁচিয়ে পথের মোড়ে।
সময় হেসে ব্যঙ্গ করে - দেখিস নারে আসছে দিন
পায়ের তলে পিষ্ট হয়ে কাঁদবি ধুলায় লুটিয়ে পড়ে।

২৩২।
দুঃস্থের অর্থে ঘর বানাতে আল্লাহ নিজেও পায় যে ভয়
যাকাতের এক পয়সাও তাই মসজিদ-নির্মাণে নয়।
পরের সম্পদ অসত পথে নিজের করে নাও আর দাও -
দোজখ হেসে ডাকছে তোমায় - আছে তাতে কী সংশয়?