২২৯।
চালুনী কয় সুচকে - তোর পাছাতে ফুটো
ডাকাত বলে চোরকে - কাটব হাতের মুঠো।
পতির সাথে সতীর মিলন - বেশ্যা বলে ব্যাভিচার,
সাগর খাওয়া হাঙরের ক্ষোভ - কে খেয়েছে দুটো?

২৩০।
চোরের মা তোর বড় গলা - কাটিস পরের গলা
সত্যি ছেড়ে মিথ্যে নিয়ে আঁধার পথে চলা।
আজ নয় কাল পড়বি গর্তে, ভাঙবি রে তোর ঘাড়
ভগ্ন ঠ্যাঙে হাঁটবি বুকে - চাটবে কুকুর তলা।