২২৭।
রাজার ভয়ে দেশ-জনতার বন্ধ হলে বাক
মানবতার হাজার কণ্ঠ হবে করাত-শাঁখ।
সেই করাতে কাটবে যখন ভণ্ড রাজার গলা
দেশ-জনতা দেখে শুনেও ঠিক রবে নির্বাক।
২২৮।
নিজকে তুমি ভাবলে সদাই শক্তিশালী হাতি
যারে খুশী তারেই তুমি মারলে গায়ে লাথি।
বেকায়দাতে পড়বে যখন গভীর এঁটেল কাদায়
হাতটা ধরে তুলতে তোমায় হবে না কেউ সাথী।