২২৫।
অসাবধানে বাহির হলে বন্দুক থেকে গুলি
ফেরানো আর যায় নাকো তা গেলেও মাথার খুলি।
তার চেয়ে বিধ্বংসী হয় দেশ-জনতার তরে
অসাবধানে বাহির হওয়া মূর্খ রাজার বুলি।

২২৬।
নিজকে বড়ই ভাবতো চতুর এক বনের এক শেয়াল
বাঘের ভয়ে হায়েনার সাথে তুললো বাধার দেয়াল।
শেয়াল খাওয়ার লোভে যখন হায়েনা উঠলো ক্ষেপে
পালানোর আর পথ খোলা নেই, হলো তখন খেয়াল।