২২২।
আমার বুক ও পিঠের রক্তে যুগে যুগে বয় নদী
বৈতরণীতে পার হয়ে তা দখল করো তো গদি।
গদিতে বসেই মধু খেয়ে হাতে চাবুক বুলেট ধরো
প্রভু বদলিয়ে লাভ কী বলো একই সে চাবুক যদি?

২২৩।
বন্দুক আর বুলেটের ভোটে ক্ষমতায় আসে যে রাজা
রাজদ্রোহীর অভিযোগে সে জনতাকে দেয় রোজ সাজা।
ডুবে যায় ধান ভেসে যায় নাও শকুনী-শনির ঝড়ে
কাটে কারো দিন নেচে ধিন ধিন প্রতিদিন টেনে গাঁজা।

২২৪।
চোর যদি হয় রাজ্যের রাজা, হবে তো ডাকাত সেনাপতি
সেই হবে ততো সোনার ছেলে, ধর্ষে যে যত বোন-মা-সতী।
স্বর্গ-মর্ত ধ্বংস করে নিজেকে ভাবে অজেয় অসুর -
গর্তের পচা কাদা হেসে ভাবে, এখানেই শেষে তার দুর্গতি।