২২০।
ক্ষমতায় বসে করতেই পারো আজ যারে খুশী তারেই খুন
কালকে ঠিকই খুনের নদী পেট্রোল হয়ে জ্বালাবে আগুন।
সেই আগুনে ডালপাতা পুড়ে একাও যদি দাঁড়িয়ে থাকো
দুইদিন পরে ধুলির সাথে মিশিয়ে দেবেই ক্ষুদ্র ঘুন।
২২১।
কর্মগুণে মানুষ যখন ওঠে খ্যাতির শীর্ষে
ক্ষমতার লোভে ছুড়লে তখন মিথ্যে কথার তীর সে
নিজের তীরের আঘাতে শেষে নিজেই লুটায় মাটিতে
নিঠুর ইতিহাস আর লেখে না - মানবতার বীর সে।