২১১।
নিভন্ত দীপ নেভার আগে শেষবার ওঠে জ্বলে -
যা ছিল সব দিয়ে গেনু আজ - যায় যেন সে বলে।
না পারোও যদি বিলাতে তা, নিজে থেকো আলোকিত
সূর্যাস্তে রাত্রি এলেও রাত যাবে ঠিকই চলে।

২১২।
কুত্তার লেজ হয় না সোজা যতই মাখাও তেল
নির্লজ্জের বয়স বাড়লেও বাড়ে না আক্কেল।
মন ছোট যার বাজার খেয়েও ভরে না তার পেট
মন বড় যার যত্সামান্যই তার কাছে অঢেল।

২১৩।
জীবনটা এক ছোট্ট ছালা, পেটখানা তার খালি
ভরাতে তা যেথায় যা পাই সারা জনম ঢালি।
মরণ এসে স্মরণ করায়, সকল প্রয়াস বৃথা -
দিস নে যে তুই ফুটোগুলোয় ছোট্ট কখান তালি।