২০৫।
গেলেই কাছে দেখতে পাবে আমার যত ফাঁকি
তাই সারাক্ষণ তোমার থেকে আমিই দূরে থাকি।
থাকলে কাছে আর মেলে না তোমায় ডাকার মধু
তাই তোমাকে দূরে রেখে সারাক্ষণই ডাকি।

২০৬।
জোনাকীর আলো দেখতে হলে সকল আলো নিভিয়ে দাও
বৃষ্টিকে ভালোবাসতে হলে নিজেকে তাতে ভিজিয়ে নাও।
মাটিকে ভালোবাসতে হলে তার মতো হও উদোম বুক,
সমতলে তার বুকটি তোমার নিঃসংকোচে বিছিয়ে দাও।

২০৭।
থাকলে ঘৃণা ধুলো পোকায় ফুলের উপর শতদলে
ফুলের সুবাস খোঁজা বৃথা সুগন্ধীর ওই লাল বোতলে।
বৃথায় তোমার উপাসনা শির লুটিয়ে ধুলার 'পরে
মনুষ্য শির পিষ্ট হলে ঘৃণায় তোমার চরণ তলে।