১১৭।
ভাবতো যারা পৃথিবীতে গড়বে তাদের স্বর্গ-রাজ
তাদের সেসব আড়ম্বর, হারিয়ে গেছে কোথায় আজ?
পৃথিবীর এই সরাইখানায় যতই গড়ো তাজমহল
রাখবে না তা চিরতরে তোমায় কিংবা তোমার তাজ।

১১৮।
ভারতবর্ষে ছিল যারা খান, পাঠান ও মোঘল, নবাব
যতই ডাকো মিলবে না আজ সেখান থেকে কারো জবাব।
নর্তকীদের নাচের মূদ্রা আর ওঠে না নাচের ঘরে
যাইনি শুধু কিছু লোকের জমিদারীর সে বদ স্বভাব।

১১৯।
কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, লাল গোলাপের দেশে
লাল বাড়িতে, লাল গাড়িতে যাচ্ছো যারা হেসে
কারো বুকের রক্ত-রঙে লাল এ দেশের মাটি
এমন চিন্তা মনের মাঝে দেয় কি নাড়া এসে?