১০২।
এই জগতে করছে সবাই নানান রকম লুট-তরাজ
বড় যত চোর ডাকাতের বশে আছে এই সমাজ।
সৎ-ধার্মিক, নিঃস্ব-শ্রমিক খেটে খাওয়া মানুষ,
চোর-ডাকাতকে যোগান দিতে, তারাই করে কাজ।

১০৩।
জীবন কাটে পান্থশালায় নিত্য করে হট্টগোল
তার মাঝে কে হঠাত হাকে, রে পথিক তুই তলপি তোল।
তোর যা ছিল সকলই শেষ, পান পাত্রে যা আছে থাক
ভাগ নিতে তার একটু পরেই থাকলো যারা তুলবে রোল।

১০৪।
কালকে কেন ওগো সখি? আজ যে আমি তৃষায় মরি
পান পাত্র দাওনা আজি শরাব-রসে পূর্ণ করি।
দিক ভুলিয়ে কাল কী হবে, ভুলেও থাকি কাল কী ছিল
হাজার সালের কেচ্ছা ভুলে, হোক ফাগুনের সুর-লহরী।